top of page

চলচ্চিত্র, গণমাধ্যম

চলচ্চিত্র ও জাতীয় মুক্তি

WhatsApp-Image-2021-02-25-at-3.43.33-PM-240x300.jpeg

’চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’ এই গ্রন্থমালার প্রথম খণ্ড মাত্র।অপরাপর রচনা একে একে পরের খণ্ডে স্থান পাবে।’চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’গ্রন্থে সংকলিত রচনাবলির অন্যতম প্রধান ব্রত পরাধীন দেশের জাতীয় মুক্তি এবং তার সমান্তরালে নিপীড়িত জাতির আত্মপরিচয় তথা সাংস্কৃতিক বিকাশের স্বপ্ন।আলমগীর কবির একদিকে যেমন জাতীয় মুক্তিসংগ্রামের ভেতর দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে দেখেছেন,তেমনি চলচ্চিত্রের মধ্য দিয়ে বাঙ্গালি জাতির একাংশের মুক্তিসংগ্রামও প্রত্যক্ষ করতে চেয়েছেন। বর্তমান খণ্ডে সংকলিত প্রবন্ধ-নিবন্ধ,বক্তৃতা-বিবৃতি আর সাক্ষাৎকার মিলিয়ে মোট ৪৫টি রচনার স্তবকে স্তবকে তারই স্বাক্ষর।

আলমগীর কবির রচনা সংগ্রহ ১ম খণ্ড চলচ্চিত্র ও জাতীয় মুক্তি.jpg
    bottom of page