top of page

ধ্রুপদী / চিরায়ত সাহিত্য

নীলদর্পণ

‘নীলদর্পণ’ বাংলা সাহিত্যের একটি বিশেষ উল্লেখযোগ্য নাটক। স্বাদেশিকতা, নীলবিদ্রোহ ও সমসাময়িক বাংলার সমাজব্যবস্থার সঙ্গে এই নাটকের যোগাযোগ অত্যন্ত গভীর। নীলদর্পণ নাটকের মূল উপজীব্য হলো বাঙালি কৃষক ও ভদ্রলোক শ্রেণির প্রতি নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের কাহিনি। ‘নীলদর্পণ’ নাটক প্রকাশিত হলে এবং এর ইংরেজি অনুবাদ প্রচারিত হলে বাঙালিমহলে যতটা প্রশংসিত হয়েছিল, শ্বেতাঙ্গমহলে ঠিক ততটাই নিন্দিত হয়েছিল। বলা হয় যে, এই নাটক অবলম্বন করে বাঙালি স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা হয়েছিল। সমাজের তৃণমূল স্তরের মানুষজনের জীবনকথা এমনই সার্থক ও গভীরভাবে এই নাটকে প্রতিফলিত হয়েছে যে, অনেকেই এই নাটককে বাংলার প্রথম গণনাটক হিসেবে স্বীকার করে নিয়েছেন।

নীলদর্পণ.jpg
bottom of page