ছাপান্ন হাজারবর্গ মাইলের ব্যথিত জনপদে বারবার আঁধার নেমে আসছে। স্বাধনিতার ৪০ বছর পরও জনতার স্বপ্নপূরণ হয়নি। এক শ্রেণীর নষ্ট রাজনীতিকের পৃষ্টপোষকতা প্রিয় ভূখণ্ডে ছড়িয়ে পড়েছিল জঙ্গীবাদী হিংস্রতা। ধর্মীয় জন্মাদনা। বিষক্ত সাপের ফণার মত সামরিক জান্তারা বারবার দুলে উঠেছে জনগোষ্ঠীর বুকের কাছে। তার রক্তাক্ত করেছে পবিত্র সংবিধান। তাদের ভয়ে কেঁপে কেঁপে উঠেছে অহংকারী পতাকা। প্রিয় মানচিত্র।
সাম্প্রতিককালে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ায় জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে।
অস্ট্রেলিয়া প্রবাসী লেখক সাংবাদিক আকিদুর ইসলাম দুই যুগের অধিক সময় দেশের বাইরে থাকার কারণেই নির্মোহ এবং নৈর্ব্যক্তিকভাবে তার কলামে তুলে এনেছেন দেশ-জাতির দাহকাল ও উল্লাসপর্বকে। পাশাপাশি এসেছে আন্তর্জাতিক ছোঁয়া। দৈনিক কাগজ আমাদের সময়ে গত পাঁচ বছর ধরে প্রকাশিত কলামগুলোর নির্বাচিত সংকলন গ্রন্থ আমি এখন কোথাও নেই।
আমি এখন কোথাও নেই
আকিদুল ইসলাম