ছড়া একটি শক্তিশালী প্রকাশমাধ্যম। বাস্তবতার নিরিখে গদ্যে যা বলা যায় না, বা যা বলার জন্যে বহু বাক্য লিখতে হয়, দুই লাইনের ছড়ায় বলা যায় তার চেয়ে বহুগুণ। বইয়ের প্রতিটি ছড়া এই সমাজের প্রতিচ্ছবি। সমাজে যা ঘটে তার কিছু প্রকাশিত হয়, কিছু ঘটনা নিয়ে আলােচনা হয়, কিছু নিয়ে হয় সমালােচনা। আর চাপা পড়ে যাওয়া ঘটনার গুঞ্জন থাকে মানুষের মুখে মুখে। ব্যঙ্গাত্মক-বিদ্রুপাত্মক শব্দ-ভাষায় ছড়ার মাধ্যমে লেখক তা প্রকাশ করেছেন বুদ্ধিমত্তার সঙ্গে। রাষ্ট্রযন্ত্রের অনেক কিছুই সাধারণ মানুষকে কখনও আহত করে, কখনও করে ক্ষুব্ধ! সেসব বাস্তব ঘটনার সহজসরল ও প্রাঞ্জল ভাষায় কাব্যিকতায় তুলে এনেছেন। নাগরিকের ব্যথা, বেদনা, ক্ষোভের বহিঃপ্রকাশ আলােকিত হয়েছে ‘আপত্তি সত্ত্বেও” বইয়ের ছড়াগুলােয় । একটি সময়কে ধারণ করেছে এসব ছড়া। ছড়ার গুণগত মূল্যের চেয়ে, দেশ-সমাজ-রাজনীতি নিয়ে লেখা ছড়াগুলাে ঐতিহাসিক মানদণ্ড অত্যন্ত মূল্যবান। সমাজের অন্যায়-অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক ও শ্লেষাত্মক লেখা কখনও পাঠককে হাসাবে, কখনও গভীর চিন্তার খােরাক জোগাবে।
আপত্তি সত্ত্বেও
আল মাসুম