top of page

স্বাধীনতা বাঙালির

দেখি নাই আমি নেতাজি সুভাষ,

মাও সে তুং, লেনিন।

দেখা হয় নাই বীর ক্ষুদিরাম অথবা সূর্যসেন।

দেখেছি কেবল শাসন-শোষণে মানুষ যে নির্জীব।

দেখেছি পীড়িত মানুষের নেতা, দেখেছি শেখ মুজিব।

দেখা হয় নাই ব্রিটিশ শাসন,

দেখি নাই আমি নবাবি আমল,

দেখেছি কেবল শোষিতের প্রতি শাসকের অবিচার।

আমি দেখেছি জনতা রাজপথে নামে

ফিরে পেতে অধিকার।

মহাকাব্য যে পড়া হয় নাই,

পড়ি নাই ইতিহাস।

শুনেছি কেবল ৭ই মার্চের মানুষের উচ্ছ্বাস।

নিপীড়িত যত অত্যাচারিত গণমানুষের নেতা,

এসেছিল সেজে শুভ্র বসনে বলেছিল, স্বাধীনতা।

মনে হয়েছিল,

বজ্র নিনাদে তূর্য তুলেছে তান।

গেয়েছিল কবি সেই দিন যেন মুক্তির জয়গান।

লক্ষ জনতা ফেটে পড়েছিল সেই কণ্ঠের সাথে।

বলেছিল, আর স্বাধিকার নয়, স্বাধীনতা চাই আগে।

সংগ্রাম যদি হতে হয় তবে হতে হবে মুক্তির।

স্বাধীনতা চাই, স্বাধীনতা শুধু, স্বাধীনতা বাঙালির।

ব্রাবোর্ন হাউস, কলকাতা

মুজিবনগর দিবস, ১৭ এপ্রিল ২০০২। রাত ১১টা ২০ মিনিট

প্রথম প্রকাশ: দৈনিক সংবাদ, ২৩ শ্রাবণ ১৪০৯, ৭ আগস্ট ২০০২।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ১০০ কবিতা

800.00৳ Regular Price
600.00৳Sale Price
  • শেখ হাফিজুর রহমান

bottom of page