top of page

তুমি, মিশে থাকা মাটির মায়ায়

সবুজ ঘাসের নাম

তুমি উড়ে চলা পাখির ডানায়

বাংলার শিরোনাম।

 

তুমি ষড়ঋতু ফাগুনের লাল

গ্রীষ্মের খরতাপ

তুমি বর্ষার মেঘ-কদম-কেয়া

শ্রাবণের প্রেমালাপ

তুমি শরতের ফুল কাশের পলক

কুয়াশার মৃদুঘাম

আমি জানি তুমি বঙ্গবন্ধু

বিশ্বজয়ী সেই নাম।

 

তুমি স্বপ্নে বিভোর রূপকথার গল্প

রাক্ষসের কম্পিত প্রাণ

তুমি রক্তেভেজা নবান্নের ধান

রাখালি বাঁশির তান

তুমি সেই ইতিহাস বিশ্বজয়ী

অক্ষয় অমর নাম

আমি জানি তুমি বঙ্গবন্ধু

বাংলার শিরোনাম।

 

তুমি উড়ে চলা পাখির ডানায়

বাংলার শিরোনাম।

বঙ্গবন্ধু অযুত প্রাণের নাম (বাংলা-ইংরেজি)

550.00৳ Regular Price
412.50৳Sale Price
  • শুক্লা পঞ্চমী

bottom of page