বাংলাদেশ ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বাংলাদেশের স্বাধীনতা, অস্তিত্ব এবং বাঙালি জাতীয়তার শিকড় অনুসন্ধান করলে বঙ্গবন্ধুই প্রধান ব্যক্তি হিসেবে আবির্ভূত হন। কিন্তু পঁচাত্তরের আগস্ট ট্র্যাজেডি ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় সৃষ্টির মাধ্যমে এদেশের মানুষের হৃদয়ে বিষাদের নদীও প্রবাহিত হয়। আগস্ট ট্র্যাজেডির পরবর্তী সময় ক্যান্টনমেন্টের দুর্দমনীয় দাপটের পর তাঁর নাম নিশানা মুছে দেওয়ার যে ষড়যন্ত্র চলছিল, সে ষড়যন্ত্রকে প্রতিহত করতে এদেশের অবিসংবাদিত নেতা হিসেবে মানুষ যেভাবে তাঁকে শ্রদ্ধা করেছে ও ভালোসেবেছে এবং তাঁর ব্যক্তিত্ব মানুষের ওপর যেভাবে প্রভাব বিস্তার করেছে, সেসবের ভিত্তিকেই বঙ্গবন্ধুর গল্পগুলো রচিত হয়েছে। রাসেলের গল্পগুলো রচিত হয়েছে মূলত পনেরো আগস্টের ট্র্যাজেডির ওপর ভিত্তি করে। উল্লেখ্য, এই গ্রন্থের গল্পগুলোকে গল্প হিসেবেই বিবেচনা করতে হবে; ইতিহাস হিসেবে নয়।
বঙ্গবন্ধু ও রাসেলের গল্প
মোজাম্মেল হক নিয়োগী