প্রভাতকুমার মুখোপাধ্যায় রবীন্দ্র-জীবনী গ্রন্থের লেখক হিসেবে এদেশে ব্যাপক পরিচিতি পেলেও মূলত তিনি একজন ইতিহাসবেত্তা। ‘বঙ্গ পরিচয়’ তাঁর অনন্য সৃষ্টি। ১৯১২ সালে রচনা করেন একটি ইতিহাস সম্পর্কিত গ্রন্থ ‘প্রাচীন ইতিহাসের গল্প’। এরপর ১৯২১ সালে প্রকাশিত হয় ‘ভারত পরিচয়’। রবীন্দ্রনাথ ‘ভারত পরিচয়’ গ্রন্থখানা পড়ার পর লেখককে বাংলাদেশ নিয়ে বিস্তারিত একখানা বই লিখতে বলেন। রবীন্দ্রনাথের আগ্রহ আর উৎসাহের ফসল ‘বঙ্গ পরিচয়’।
দীর্ঘ সময় নিয়ে লেখক গ্রন্থটি রচনা করেছেন। বাংলা ভাষায় রচিত ইতিহাস গ্রন্থের সংখ্যা প্রচুর। এগুলোর মধ্যে ‘বঙ্গ পরিচয়’ বিশেষভাবে আলাদা। কারণ, গ্রন্থটি সরল এবং সহজবোধ ভাষায় রচিত। বৃহৎ বাংলা নিয়ে এত তথ্যবহুল ও প্রয়োজনীয় পরিসংখ্যান সমৃদ্ধ ইতিহাসগ্রন্থ এদেশে খুব কম রচিত হয়েছে। বিংশ শতাব্দীর চল্লিশের দশকের প্রারম্ভকাল পর্যন্ত বৃহৎ বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবহণ, শাসন ও বিচারব্যবস্থা, গণপূর্ত, পুলিশ, স্থানীয় সরকারসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে যে ব্যাপক আলোচনা এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে, তা সত্যিই অতুলনীয়। উৎসুক পাঠক এবং ভবিষ্যৎ গবেষকদের জন্য ‘বঙ্গ পরিচয়’ অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্রন্থ।
বঙ্গ পরিচয়
মাহবুব সিদ্দিকী