বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরই অংশ। কারণ ১৮০০ খ্রিস্টাব্দ থেকে এদেশে নানা সময়ে যেসব আন্দোলন সংঘটিত হয়েছে, তার বেশিরভাগ অংশে মূল ভূমিকায় ছিল ছাত্ররাই। কখনাে কখনাে ছাত্র আন্দোলন বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের নিয়ামক শক্তি হিসেবেও কাজ করেছে।
এদেশের ছাত্ররা যুগে যুগে তাদের নিজস্ব শিক্ষা আন্দোলন যেমন করেছে, পাশাপাশি জাতীয়, আন্তর্জাতিক ইস্যুগুলােতেও সবসময়ই তারা সক্রিয় থেকেছে। আঞ্চলিক এবং স্থানীয় আন্দোলনেও ছাত্রদের ভূমিকা বরাবরই ছিল উজ্জ্বল।
ছাত্ররা বিভিন্ন সময়ে এদেশের রাজনৈতিক আন্দোলনে যেমন প্রভাব রেখেছে, আবার অনেক সময় রাজনৈতিক আন্দোলন দ্বারাও ছাত্র সমাজ প্রভাবিত হয়েছে। এমনকি দলীয় রাজনীতিরও শিকার হতে দেখা গেছে ছাত্র আন্দোলনকে। ছাত্র রাজনীতি যখন দলীয় রাজনীতির যাতাকলে পিষ্ট হতাে, তখন ছাত্র আন্দোলনের মেরুদণ্ড ভেঙে যেত।
এরপরও এদেশের ছাত্র সমাজ অকুতােভয় এক সৈনিক দল, যাদের দীপ্ত পদচারণায় মার খেয়েছে ব্রিটিশ রাজশক্তি, পাকিস্তানী সামরিক শক্তি এবং বাংলাদেশের স্বৈরশাসকরা। ড. মােহাম্মদ হাননান বাংলাদেশের ছাত্র সমাজের এই গৌরববাজ্জ্বল মহাকাব্যিক ইতিহাসের একজন লেখক-গবেষক। দীর্ঘদিন থেকেই ছাত্র আন্দোলনের ইতিহাসকে তিনি লিপিবদ্ধ করে আসছেন। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস-এর এ পর্যন্ত তেরটি খণ্ড প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস: ১৯৭২ থেকে ২০০০
ড. মোহাম্মদ হাননান