বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস : শেখ হাসিনার ঐতিহাসিক সময় (১৯৯৬-২০০১), বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরই অংশ। কারণ বিগত দু’শত বছর থেকে এদেশে নানা সময়ে যেসব রাজনৈতিক আন্দোলন সংঘটিত হয়েছে, তার বেশিরভাগ অংশে মূল ভূমিকায় ছিল ছাত্ররাই ।। এদেশের ছাত্ররা যুগে যুগে তাদের নিজস্ব শিক্ষা আন্দোলন যেমন করেছে, পাশাপাশি জাতীয়, আন্তর্জাতিক ইস্যুগুলোতেও তারা সক্রিয় থেকেছে। আঞ্চলিক এবং স্থানীয় আন্দোলনেও ছাত্রদের ভূমিকা বরাবরই ছিল উজ্জ্বল। একথা সত্য, ছাত্ররা বিভিন্ন সময়ে এদেশের রাজনৈতিক আন্দোলনে যেমন প্রভাব রেখেছে, আবার অনেক সময় রাজনৈতিক আন্দোলন দ্বারাও ছাত্র সমাজ প্রভাবিত হয়েছে। এমনকি ছাত্র আন্দোলন দলীয় রাজনীতিরও শিকার হতে দেখা গেছে। ছাত্র রাজনীতি যখন দলীয়। রাজনীতির যাতাকলে পিষ্ট হতো, তখন ছাত্র আন্দোলনের মেরুদণ্ড ভেঙে যেত। এরপরও এদেশের ছাত্র সমাজ অকুতোভয় এক সৈনিক দল, যাদের দীপ্ত পদচারণায় মার খেয়েছে ব্রিটিশ রাজশক্তি, পাকিস্তানী সামরিক শক্তি এবং বাংলাদেশের স্বৈরশাসকরা। ড. মোহাম্মদ হাননান বাংলাদেশের ছাত্র সমাজের এই গৌরবোজ্জ্বল মহাকাব্যিক ইতিহাসের একজন লেখক-গবেষক। দীর্ঘদিন থেকেই ছাত্র আন্দোলনের ইতিহাসকে তিনি লিপিবদ্ধ করে আসছেন।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৬-২০০১, সময়টি বাংলাদেশের ইতিহাসের নতুন প্রান্তে নিয়ে এসেছিল। লেখক এ সময়ের ছাত্র ও শিক্ষা বিষয়ক গতি প্রকৃতিকে এ গ্রন্থে ধরে রেখেছেন।
বাংলাদেশের ছাত্র আন্দালনের ইতিহাস শেখ হাসিনার ঐতিহাসিক সময় ১৯৯৬-২০০১
ড. মোহাম্মদ হাননান