ছোটগল্প বাংলা সাহিত্যের তুলনামূলক নবীন শাখা হলেও বর্তমানে তা অত্যন্ত সমৃদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে এর প্রথম সার্থক রূপায়ণ ঘটলেও পরবর্তীকালে অনেক লেখক একে শিল্পপরিমিতি দান করেন। বিভাগোত্তর কালে বাংলা ছোটগল্প নতুন রূপে আত্মপ্রকাশ করে। এ সময় ঢাকাকেন্দ্রিক যে নতুন সাহিত্যধারা গড়ে ওঠে তাতে অনেক ছোটগল্পকার আবির্ভূত হন। দেশভাগ, ভাষা-আন্দোলন, স্বাধিকার-সংগ্রাম এবং মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাঁরা এর নতুন রূপকাঠামো নির্মাণ করেন।
বাংলাদেশের ছোটগল্প নিয়ে বহুমাত্রিক গবেষণা সম্পন্ন হলেও এতে মুক্তিযুদ্ধের রূপায়ণ প্রসঙ্গে প্রথম ভ্যাপকভিত্তিক ও পদ্ধতিগত গবেষণা করছেন সোহেল রানা। বাংলাদেশের ছোট গল্পে মুক্তিযুদ্ধ গ্রন্থটি তাঁর সেই গবেষণার প্রথম প্রয়াস। কথাসাহিত্যিক শওকত ওসমান, শওকত আলী, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিনা হোসেন, হাসান আজিজুল হক, মাহমুদুল হক প্রমুখের গল্পে মুক্তিযুদ্ধের রূপায়ণ কীভাবে ঘটেছে তার অনুপুঙ্খ বিশ্লেষণ এ গ্রন্থে তুলে ধরা হয়েছে। গ্রন্থটি সাহিত্যের বিদগ্ধ পাঠক এবং অনুসন্ধিৎসু গবেষকদের বিশেষ উপকারে আসবে।
বাংলাদেশের ছোটগল্পে মুক্তিযুদ্ধ
সোহেল রানা