বাঙালি জাতির মুক্তির সংগ্রামকে যারা লেখনীর মাধ্যমে ত্বরান্বিত করেছেন, তাঁদেরই অন্যতম আবদুল গাফফার চৌধুরী। তিনি বঙ্গবন্ধুর স্নেহভাজন ও ঘনিষ্ঠ সহচর ছিলেন। কিভাবে পাকিস্তানি শৃঙ্খল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে সেসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তিনি। তার অসংখ্য লেখায় তিনি এসব ঘটনার বিশ্বস্ত বিবরণ লিপিবদ্ধ করেছেন যা স্বাধীন বাংলাদেশের ইতিহাস নির্মাণের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। আবদুল গাফফার চৌধুরী বাঙালির অনির্বাণ বাতিঘর ও নির্ভীক কলমযোদ্ধা হিসেবেই নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশের যেকোনো দুঃসময়ে তাঁর কলম প্রতিবাদী হয়ে ওঠেছে। এ জন্য তাঁকে অনেক সময় বাংলাদেশবিরোধী গোষ্ঠীর অত্যাচার-অপমানও সহ্য করতে হয়েছে। তবু তিনি বাংলাদেশের পক্ষে তার অবস্থান অনড় রেখেছেন। লোভ, ভয় বা অপশক্তির চোখে রাঙানিতে কখনোই তিনি নতজানু হননি। বলতে দ্বিধা নেই, আবদুল গাফফার চৌধুরীর মতো দৃঢ়চেতা সাংবাদিক-কলামলেখক বর্তমান বাংলাদেশে বিরল।
অসংখ্য পাঠকের আন্তরিক আকাঙ্ক্ষার কথা বিবেচনা করেই আবদুল গাফফার চৌধুরীর ‘বাংলাদেশের জাতীয় মুক্তির পথ’ গ্রন্থটি প্রকাশ করা হলো।
বাংলাদেশের জাতীয় মুক্তির পথ
আবদুল গাফ্ফার চৌধুরী