top of page

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের ও ইতিহাসের প্রবহমান ধারায় মহান মুক্তিসংগ্রাম এবং একাত্তর সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, সর্বশ্রেষ্ঠ ঘটনা । বাঙালি জাতির মহান মুক্তিসংগ্রামের ঊনিশশ’ সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত সময়ের পূর্বের উল্লেখযোগ্য তথ্য, ঘটনা, পরিস্থিত, অবস্থা এবং সংশ্লিষ্ট রাজনৈতিক বহু বিষয় বিয়ে রচিত হয়েছে বর্তমান গ্রন্থটি । পাকিস্তান প্রতিষ্ঠার পটভূমি ও নৃতাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সামগ্রিক জীবনধারায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বিবদমান বৈসাদৃশ্য ও বৈষম্য নানা তথ্যে ও পরিসংখ্যানে তুলে ধরে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের বিকাশ লিপিবদ্ধ হয়েছে । পাকিস্তানী সামরিক শাসনের কলাকৌশল, দমননীতি ও পাকিস্তানীদের সাংস্কৃতিক আগ্রাসনের বিপরীতে পূর্ব বাংলার গণতান্ত্রিক শক্তিসমূহের প্রতিরোধ সংগ্রাম ও সাংস্কৃতিক আন্দোলন, সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের ঘটনাপঞ্জি, বাংলায় গেরিলা তৎপরতা, প্রবাসী মুজিবনগর সরকারের নেতৃত্ব, কর্মকান্ড, বহির্বিশ্বে এর তৎপরতা, মুক্তিযুদ্ধে ভারত ও প্রবাসী বাঙালিদের ভূমিকার পর্যালোচনা এবং বাংলাদেশের সশস্ত্র যুদ্ধে বহির্বিশ্বের ভূমিকার পরিচিতি এ – গ্রন্থে সাবলীল উপস্থাপিত । বিভিন্ন তথ্য – প্রমাণ, গুরুত্বপূর্ণ দলিলদস্তাবেজের সাহায্যে রচিত গ্রন্থের দশটি স্বতন্ত্র অধ্যায়সমূহে মূলত বিগত ঊনিশশ’ সাতচল্লিশ সাল থেকে ঊনিশশ’ একাত্তর সালের ডিসেম্বর পর্যন্ত কালের সকল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় অবস্থাসহ মুক্তিযুদ্ধের পটভূমি এবং মুক্তিযুদ্ধের চিত্র প্রতিভাত হয়েছে । বাংলাদেশের মুক্তিসংগ্রামের সুদীর্ঘ ও ঘটনাবহুল প্রেক্ষাপট এবং রুপরেখা অত্যন্ত বস্তুনিষ্ঠাভাবে, সুসংহত প্রক্রিয়ায়, নির্মোহ দৃষ্টিতে  প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত গ্রন্থটি অনায়াস পাঠ্য; এতে ইতিহাস – পঠনের প্রচলিত কাঠিন্য নেই, আছে বিষয় থেকে বিষয়ান্তরে, গভীর থেকে গভীরে পৌছুবার ইঙ্গিত । দেশের বরেণ্য ও প্রথিতযশা গবেষক,সাহিত্যিক, সাংবাদিক, লেখকের সুচিন্তিত রচনায় সমৃদ্ধ গ্রন্থিটি বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসের আকর গ্রন্থ হিশেবে বিবেচ্য । বইটির সম্পাদনায়, প্রধানের ভূমিকায় ছিলেন দেশের প্রখ্যাত প্রাজ্ঞ ইতিহাসবিদ প্রফেসর সালাহউদ্দিন আহমেদ । মহান মুক্তিযুদ্ধের মূলধারা ও প্রকৃত ইতিহাসকে ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠিনিকভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচিত বিকৃতির প্রয়াস থেকে মুক্ত করার লক্ষে রভিত এ গ্রন্থে মুক্তিসংগ্রামের ঘটনাপ্রবাহ ও ইতিহাস প্রামাণ্য তথ্যের ভিত্তিতে বিশ্লেষণাত্বক ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপিত । পরো গ্রন্থটি বাঙালির রাজনৈতিক ইতিহাসের আলেখ্য, বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস রচনার সশ্রদ্ধ প্রয়াস । গ্রন্থটির প্রতিটি পরিচ্ছেদ পাঠে বাঙালির সংগ্রামী চেতনার  বাঙময় পরিচয় পেয়ে পাঠক হবেন অভিভূত ও গর্বিত; আর এ – কারণেই গ্রন্থটি পাঠের আবশ্যিকতা অনস্বিকার্য্য ।

বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস: ১৯৪৭-১৯৭১

700.00৳ Regular Price
525.00৳Sale Price
  • প্রফেসর সালাহ্উদ্দীন আহম্দ

bottom of page