বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিগত শতকের সত্তর দশকের শুরুতে পৃথিবীর মানচিত্রে বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটা নতুন দেশ সৃষ্টি করেছেন । বঙ্গোপসাগর তীরের সেই জাতিরাষ্ট্রটির নাম বাংলাদেশ। বাঙালির অধিকার আদায়ে তার জীবনব্যাপী সংগ্রাম, ত্যাগের মহিমা বিপুল বিস্ময় নিয়ে এখন পৃথিবীর সামনে উপস্থিত হয়েছে।
বঙ্গবন্ধুর জীবনের নানা পর্যায় ও প্রসঙ্গ নিয়ে গান-কবিতা-প্রবন্ধ অনেক লেখা হয়েছে। তাঁকে নিয়ে লেখা গান-কবিতা হয়েছে আবেগের শ্রেষ্ঠ উচ্চারণ । কিন্তু তাঁকে নিয়ে ছােটগল্প খুব বেশি লেখা হয়নি। এর একটি কারণ। হচ্ছে- গল্প লেখা অনেক সময় ও শ্রমসাধ্য ব্যাপার । আরেকটি বিষয় হলাে- বঙ্গবন্ধুর গৌরবময় জীবন ও জীবনব্যাপী সংগ্রাম সম্পর্কে যাদের অধ্যয়ন নেই, তাদের পক্ষেও তাকে নিয়ে গল্প লেখা সহজ নয়। আবার কেউ কেউ মনে করছেন, তাঁকে নিয়ে গল্প লিখতে গিয়ে যদি তথ্যবিচ্যুতি ঘটে, তবে তা কিছুতেই ঠিক কাজ হবে না।
কিংবদন্তি মহাপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ১৬টি নির্বাচিত গল্প নিয়ে সাজানাে হলাে ‘বঙ্গবন্ধু হৃদয়ের গহিনে’। এ কথা সত্যিগৌরবগাথায় পরিপূর্ণ এই মহাপুরুষের মহাজীবনের অণু-পরমাণুও এই গল্পগুলাে ধারণ করতে পারেনি, তবুও জ্যোতির্ময় বঙ্গবন্ধুর জন্য অসীম শ্রদ্ধাঞ্জলি নিবেদন মাত্র ।
বঙ্গবন্ধু হৃদয়ের গহিনে
সিরাজুল ইসলাম মুনির