বাগ্নলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিশেষত বঙ্গবন্ধু-হত্যা-পরবর্তী নানা রাজনৈতিক টানাপোড়ান, বঙ্গবন্ধু-কন্যার জাতীয় রাজনীতিতে প্রবেশ, সামরিক ও স্বৈরাচারী সরকারের রাজনীতি, ১৯৯১ ও ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে ও আওয়ামী লীগের ক্ষমতা লাভ-এমনি রাজনৈতিক ঘটনাবলির এক প্রামাণ্যগ্রন্থ বঙ্গবন্ধুর স্বপ্ন, স্বাধীনতা ও আজকের বাংলাদেশ। গ্রন্থ লেখক গোলাম আকবর চৌধুরীর বিশ্লেষণ সম্পূর্ণ নির্মোহ ও অনুপুঙ্খ; কারণ ছাত্র রাজনীতির শুরু থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত হয়ে নানা আন্দোলন এবং সংগ্রামের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকায় তিনি জেনেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ স্থাপনাকর্মের ইতিহাস। মুক্তিযুদ্ধ চলাকালে, সদ্যস্বাধীন দেশে বঙ্গবন্ধুহত্যা-পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে এবং আজ পর্যন্ত গোলাম আকবর চৌধুরী বঙ্গবন্ধুর রাজনীতিতে রয়েছেন-কখনো সক্রিয়, কখনো নেপথ্য নীতি-নির্ধারক হিসেবে। গ্রন্থটিতে আজকের বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পাশাপাশি লেখকের নেপথ্যকর্মের কিছু অজানা অধ্যায়ও উদঘাটিত হয়েছে।
বঙ্গবন্ধুর স্বপ্ন স্বাধীনতা ও আজকের বাংলাদেশ
গোলাম আকবর চৌধুরী