মওলানা জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বিশেষ কোন পরিচয় করিয়ে দেয়া আমাদের কাজ নয়। বরং তাঁর ভাষায় পৃথিবীতে যে দু’টি মাত্র শ্রেণী- জালিম আর মজলুম; সেই বিবেচনায় মজলুমের পক্ষে আজীবন সংগ্রামী একজন নেতা হিসেবে আমরা তাঁকে তুলে আনতে চাই। তাঁর দীর্ঘ জীবন ও বহুবিধ কর্মকাণ্ড আমরা আপনার সকাশে তুলে ধরতে চাই।
বইটিতে বিষয়ভিত্তিক নানা দিক নানা মুনির ভাষায়; সময়ে একই বিষয় ভিন্ন জনের ভিন্ন ভাষায় সম্পাদন করা হয়েছে। চলমান আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে মওলানা ভাসানীকে জানবার, বুঝবার ও গবেষণা করবার যে প্রবল আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই বিষয়টি মাথায় রেখেই আমরা বইটির কলেবর সাজিয়েছি। যারা এই বহুমাত্রিক মানুষটিকে জানতে, বুঝতে এবং তাঁকে নিয়ে গবেষণা করতে চান; বইটি তাদের চাহিদা মেটাতে অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে আমরা আশাকরি। সেই সাথে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক ধারা এবং কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ে তিনি যে ভাষা সৃষ্টি করে গেছেন, সেই ভাষা আগামী দিনে মজলুম মানুষের জন্য নতুন এক সাম্যের পৃথিবী গড়তে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। বাকিটা আমরা আপনার কাছে জানতে চাই। বইটি পাঠ করে আপনিও আপনার মন্তব্য/পাঠপ্রতিক্রিয়া পাঠিয়ে দিন bhashaniparishad101@gmail.com ঠিকানায়। মওলানা ভাসানী গবেষণা প্রকল্পে আপনিও যুক্ত থাকুন; গবেষণায় ও পৃষ্ঠপোষকতায়। এখন থেকে ভাসানী পরিষদের অঙ্গ প্রতিষ্ঠান ‘ভাসানী-গবেষণা প্রকল্প’ মওলানা ভাসানীর জীবন ও কর্ম নির্ভর বিষয়ভিত্তিক গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবে এবং প্রতি বছর সেগুলো পুস্তক আকারে প্রকাশ করে যাবে। এই বইয়ের বিক্রয়লব্ধ অর্থের লভ্যাংশ উক্ত গবেষণা প্রকল্পে ব্যয় করা হবে।
চাষী-মজুরের মওলানা ভাসানী
আরেফিন বাদল