চাটগাঁইয়া সঅজ পন্না বই ইবে চাটগাঁইয়া উপভাষা শিখিবার উগগ্যা সাইয্যকারী বই। এডুল্লে বই এর আগদি আর বাইর বই। এডুল্লে বই এর আগদি আর বাইর ন হয়। বই ইবেত এরুম্মে চাগাঁইয়া কথাবাত্তা, শব্দ লওয়া গেইয়ে, যেইগুন হককলে বেশি কয়। এগুনর শুদ্ধ বাআঁলা হব্দ বাআঁলা অক্করে লেখন গেইয়ে, রোমানাইজ গরা গেইয়ে, আবার IPA দিয়ারে উচ্চারণ বুজান গেইয়ে। হেতাইল্লাই বুলি বাআাঁলি, ইংরাজ বেক্কুনে চাটগাঁইয়া উপভাষা বুজিত শিখিত পারিব। ভাষা ইবা যেগুনে ভুলি গেইয়ে হেগুনের কাছে যেইল্ল্যা আবার যেগুনে আঞ্চলিক ভাষার মাইধ্যমে আঞ্চলিক সংস্কৃতি জাইনতো চায় হেগুনোর কাচে বইও গম মজা লাগিব।
চাটগাঁইয়া সঅজ পন্না চাটগাঁইয়া উপভাষা শেখার একটা সহায়ক বই। এই বইটিতে সচরাচর ব্যবহৃত চাটগাঁইয়া অভিব্যক্তি ও প্রাসঙ্গিক শব্দ-পদ ইত্যাদি ব্যবহৃত হয়েছে পাশাপাশি সেগুলো প্রমিত বাংলা শব্দ দিয়ে ব্যক্ত করা হয়েছে। চাটগাঁইয়া শব্দগুলো রোমানিইজ করা হয়েছে এবং যৌক্তিক IPA দিয়ে নির্দেশিত করা হয়েছে। কাজেই চাটগাঁইয়া উপভাষাটি বাংলা ও ইংরেজিভাষী উভয়ই অণুসরণ করতে পারবেন।
যারা নানা কারণে চাটগাঁইয়া ভুলে গেছেন তাদের কাছে যেমন, তেমনি যারা স্থানীয় ভাষার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে জানতে চান তাদের কাছেও বইটি খুবই আকর্ষণীয় মনে হবে।
চাটগাঁইয়া সঅজ পন্না
ড. মাহবুবুল হক