যখন কোনো রাজনৈতিক ঘটনা ঐতিহাসিক অর্জন করে, তখন তার অনিবার্য অনুষঙ্গ হয়ে পড়ে কবিতা, গান, ছড়া কিংবা অন্যবিধ সাহিত্যিক–সাংস্কৃতিক অভিব্যক্তি। বর্গির হামলা, নীলকরদের অত্যাচার, ইংরেজের হাতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার পরাজয় বরণ, পরবর্তীকালে ইংরেজ-বিরোধী বাংলার হিন্দু-মুসলমান নির্বিশেষে গণবিদ্রোহীদের নিয়ে রচিত ছড়া, কবিতা, গান ও সংগিতের ভান্ডারটির দিকে তাকালেই এর সুস্পষ্ট প্রমাণ মেলে। আমাদের ভৌগোলিক সীমাচিহ্নিত এই বঙ্গের মাটিতে সংঘটিত ৪৮ ও ৫২ সালের ভাষা আন্দোলনকে ঘিরে যেমন রচিত হয় কালজয়ী সব গান, কবিতা, একগুচ্ছ ছোটগল্প ও আঙুলে গোনা কয়েকটি উপন্যাস, তেমনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে সূচিত একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়পর্বে রচিত হয় ওই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের মনে প্রেরণাসঞ্চারী অসংখ্য গান, কবিতা ছড়া ও পালাগান। এই সংকলন গ্রন্থের সুবাদে আমরা দেখব, মুক্তিযুদ্ধের সময়পর্বে বাঙালি যেখানেই থেকেছে, দেশে কিংবা বিদেশে, তার মাটিতে বসেই সে রচনা করেছে এই যুদ্ধে অংশগ্রহণকারীদের উদ্দীপ্ত করতে কবিতা ও গান। আমরা এ-ও দেখব এবং এই সংকলনের সূত্রেই, পশ্চিমবঙ্গের বাঙালি কবিরা কেবল মুক্তিযুদ্ধের শরণার্থীদের অর্থ, আশ্রয় ও নৈতিক সমর্থন জুগিয়েই ক্ষান্ত থাকেননি, আমাদের এই মহান যজ্ঞের সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করেছেন কবিতার পর কবিতা রচনা করে। প্রবীণ থেকে নবীনতার কবিদের কেউই বাদ যাননি। এই সংকলনে তারই পরিচয় যথাসম্ভব তুলে ধরা হয়েছে। সেই বিচারে এই কাব্য সংকলন গ্রন্থ আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য সাহিত্যিক দলিলবিশেষ। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই কবিতা সংকলন গ্রন্থটি সম্পাদনা করেছেন শিশুসাহিত্যিক, কবি ও সাংবাদিক আখতার হুসেন।
দুই বাংলার মুক্তিযুদ্ধের কবিতা
আখতার হুসেন