বায়ান্নর মহান ভাষা-আন্দোলনের ৭০ বছর পূর্তি হচ্ছে এ বছর। এই সাত দশকে আমরা হারিয়েছি ভাষাসংগ্রামীদের অনেকেই। যাঁরা অছেন তাঁদের মধ্যে রবীন্দ্রগবেষক, কবি ও প্রাবন্ধিক আহমদ রফিক এবং নজরুল-গবেষক, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম নিজ কর্মগুণে দ্যুতি ছড়াচ্ছেন আজও। বার্ধক্যে ক্ষীণ হয়েছে দৃষ্টিশক্তি। বয়সজনিত জরায় শরীর ভেঙেছে। কিন্তু স্মৃতি আরও অমলিন। এখনো দৃষ্টিতে ভাসে ভাষা-আন্দোলনের সেই উত্তাল দিনগুলো। কান পাতলেই যেন শুনতে পান-‘রাষ্ট্রভাষা বাংলা চাই’- স্লোগান, মিছিল। শুধু ভাষা-আন্দোলনই নয়, দুই ভাষাসংগ্রামীর সৃষ্টিশীল, বর্ণাঢ্য জীবন উঠে এসেছে সম্প্রতি দীর্ঘ আলাপে। জীবনসায়াহ্নে দাঁড়িয়ে দুজনই ফিরে দেখার চেষ্টা করেছেন ফেলে আসা দিনগুলো। ‘দুই অমূল্য ইতিহাসকেই ধারণ করছে না, প্রশ্নোত্তরে চিত্রিত হয়েছে অসামন্য দুই ব্যক্তিত্বের জীবনালেখ্যও।
দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি
হাবিবুল্লাহ ফাহাদ