শহীদুল্লা কায়সার (১৯২৭-১৯৭১) বাংলাদেশের স্বনামধন্য সাংবাদিক-ঔপন্যাসিক। সারেং বৌ (১৯৬২)’ ও ‘সংশপ্তক (১৯৬৫)’ উপন্যাস দুটি তার অমর সৃষ্টি। তাঁর পুরাে নাম আবু নঈম মােহাম্মদ শহীদুল্লাহ। তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। বিজয়ের লালসূর্য বাংলার পূর্বাকাশে উদিত হওয়ার কয়েক মুহূর্ত আগেই অস্তমিত হন বাংলার এই সূর্যসন্তান। বাংলার বিদ্বৎসমাজে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত শহীদুল্লা কায়সার ছিলেন অসাম্প্রদায়িক, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী মুক্ত মনের মানুষ।
শহীদুল্লা কায়সার এমন একজন মানুষ, যে মানুষ। ভাষা-আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ভিত্তি গড়তে প্রেরণা জুগিয়েছেন। | ‘একাত্তরের শহীদ : শহীদুল্লা কায়সার’ গ্রন্থে বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার, বামপ্রগতিশীল রাজনীতিক শহীদুল্লা কায়সার তথা মানুষ শহীদুল্লা কায়সারের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। বইটি পড়ে পাঠক আনন্দ পাবেন।
একাত্তরের শহীদ শহীদুল্লা কায়সার
পান্না কায়সার