ঘনকালো মেঘের গগনবিদারী চিৎকার,
রুপালি চাঁদকে ছেয়ে যাওয়া অন্ধকার
আকাশের বুক চিরে নেমে আসে পৃথিবীর আলোয়।
আমাদের ভালোলাগাগুলো এভাবেই নিজেদের সঙ্গে আমরা মিলিয়ে নিই। প্রাণবন্ত, উচ্ছল সহজাত ভঙ্গিতে ধীরপায়ে দখিনা বারান্দায় মেঘের দেওয়ালে হেলান দিয়ে বসে হাজার হাজার ফানুসের ওই দূরে ভেসে চলার পথে কখনো চোখ আটকে যায়। চারদিক অন্ধকার। ঘুটঘুটে অন্ধকারে আমাদের যাপিত অনুভূতিগুলো আলোর দিশারি হয়ে ভেসে বেড়ায়, যা দেখিয়ে দেয় আমাদের পথের নিশানা। মেঘের তর্জন-গর্জনের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ভেতরও ঝড়ের বেগে তীব্র একটা অনুভূতি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে, এই কষ্টের নাম আমাদের জানা নেই, কেবলই চোখের সামনে অস্পষ্ট কিছু ছবি ভেসে ওঠে। ছবির জন্য আমাদের অপেক্ষার প্রহর আর শেষ হয় না। পূব আকাশে রংধনুর সাতটি রং অদ্ভুত এক শিহরণ তুলে আমাদের জানিয়ে দেয় সে আসবে, প্রিয় মানুষটি আসবে। উচ্ছ্বাসের জায়গাগুলো লজ্জায় ছেয়ে যায়, আবেগের বজ্রপাত ঘটতে থাকে বুকের ভেতরে।
এসো তবে উড়ি
জেবুন নাহার