ফরাসি বিপ্লব গােটা মানবসভ্যতাকে নতুনভাবে লিখতে ভূমিকা রাখে। যুগান্তকারী ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল- সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, যা ফ্রান্স ছাড়িয়ে সমগ্র ইউরােপে নতুন ভাবধারার সূচনা করে। ইউরােপে এক অবিশ্বাস্য ওলটপালট ঘটিয়ে দেয়। আধুনিক মানবসভ্যতার ইতিহাসে ফরাসি বিপ্লব এক উল্লেখযােগ্য চালিকাশক্তি হিসেবে কাজ করে চলেছে। এখন বিশ্বের বেশিরভাগ গণতান্ত্রিক রাষ্ট্র ফরাসি বিপ্লব-পরবর্তী রাষ্ট্রব্যবস্থার সুফল ভােগ করছে ।
‘ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯)’ গ্রন্থে গবেষণামূলক বিশ্লেষণধর্মী উপস্থাপন এক ব্যতিক্রমী মাত্রা পেয়েছে । ড. মুকিদ চৌধুরী বিভিন্ন সূত্রকে একত্রিত এবং নতুন তথ্যের সংযােজন করেছেন। পাশাপাশি স্থান করে দিয়েছেন ফরাসি জাতির আন্দোলন ও সংগ্রামের অনুপুঙ্খ ইতিহাস। উপস্থাপনায় তিনি তাঁর নিজস্ব রীতি-পদ্ধতি-দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিজস্ব ধ্যানধারণা, ভাবানুভাব, চিন্তাচেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন । ‘ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯)’ নিঃসন্দেহে েএকটি অসাধারণ গ্রন্থ।
ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯)
ড. মুকিদ চৌধুরী