কুদরত-উল ইসলাম (১৯৩২-২০১১) যুক্তরাজ্য এবং বাংলাদেশে মূলত পরিচিত কথাসাহিত্যিক হিসেবে। ১৯৬৩ থেকে যুক্তরাজ্য প্রবাসী বহুপ্রজ এ লেখক পেশায় ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ। ১৯৭১ মুকিতযুদ্ধের সময় আন্তর্জাতিক সমর্থন আদায়ে করেছেন নিরলস পরিশ্রম। বিলেতে বাঙালি সম্প্রদায়ের প্রাত্যহিক জীবনকে গল্প উপন্যাসে তুলে ধরার পাশাপাশি লিখেছেন বৈজ্ঞানিক কল্পকাহিনি। ১৯৭৫-এ প্রকাশিত প্রথম উপন্যাস ব্রেইন ফ্যান্টাসি নাট্যরূপ প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশনে। নিকারাগুয়ালো দেখা পেয়েছে গভীর বিশ্লেষণের। সাম্যবাদী আদর্শের সাথে উদার-মানবিক সংবেদন শীলতাকে মিলিয়েছেন সহজ গদ্যভঙ্গিতে। কুদরত-উল ইসলামের কবিতা আর গান এতদিন অপ্রকাশিত ছিল। এবার কবিতায় ও গানে উন্মোচিত হবে এই প্রচারবঞ্চিত লেখকের নতুন একটি দিক। অভিব্যক্তির এমন অকপট প্রকাশ নিরীক্ষাধর্মী বাংলা কাব্যের ধারায় নতুন সংযোজন। কুদরত-উল ইসলামের উল্লেখযোগ্য গ্রন্থ : উপন্যাস- ব্রেইন ফান্টাসি, ইলোরা, সি. আই. এ স্পাই; ছোটগল্প-নির্বাচিত গল্প সম্ভার, মধু চন্দ্রিমা, যৌতুক; প্রবন্ধ- বাংলাদেশ আমার দেশ; স্মৃতিকথা- জীবনের জলছবি; শিশুতোষ বই- লিংকন ও রাজকমারূ, ছোটদের সব সেরা গল্প, কবিতা আর ছড়া; সম্পাদিত সংকলন- তৃতীয় বিশ্বের রাজনৈতিক কবিতা; পাঠ্যবই-a Preparatory Textbook of GCSE Exam in Bengali, The Bwst Textbook for Learning Bengali ইত্যাদি।
গান আর গান
কুদরত-উল ইসলাম