অবরুদ্ধ বাংলাদেশের ইতিহাস লিখতে চেয়েছিলেন সিরাজুদ্দীন হোসেন। প্রবাসী সরকারের কাছে গোপনে তথ্য পাঠিয়েছিলেন। উন্মোচিত করেছেন ইয়াহিয়ার ‘দেশপ্রেমিক’ বান্দাদের কার্যকলাপ। ইত্তেফাকের পাতায় সাহসিকতার সঙ্গে তুলে এনেছেন ঘটনার ইতিবৃত্ত। অনেকের কাছেই এ এক অজানা অধ্যায়। পাকিস্তান সামরিক বাহিনী আর তাদের এদেশীয় দোসর আলবদরের দল সিরাজুদ্দীন হোসেনকে অপহরণ করেছিল ১০ ডিসেম্বর দিবাগত রাতে। এর আগেই ইত্তেফাকে তিনি তদানীন্তন পাকিস্তানি রাজনীতির গোমর ফাঁস করেছেন। ‘ঠগ বাছিতে গাঁ উজাড়,’ ‘অধুনা রাজনীতির এক অধ্যায়’, ‘থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি খোড়’সহ তাঁর রাজনৈতিক বিশ্লেষণগুলো পড়লেই তাঁর কলমের ধার বোঝা যায়। একাত্তরের অবরুদ্ধ ঢাকা মহানগরীতে বসে সিরাজুদ্দীন হোসেনের অকুতোভয় সাংবাদিকতা, রাজনৈতিক বিশ্লেষণ আমাদের ইতিহাস ও গবেষণায় এক উল্লেখযোগ্য সংযোজন।
-------------------------------------------------------------------------------------
সিরাজুদ্দীন হোসেন ছিলেন রাজনৈতিক সাংবাদিক। দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক হিসেবে ছয় দফা আন্দোলন, ১৯৭০-এর নির্বাচনে অসাধারণ সাংবাদিকতা করেছেন। ১৯৭১-এর অবরুদ্ধ নগরীতে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করেছেন। ভাষা আন্দোলনের সময় সাংবাদিকতায় রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। এদেশে অনুসন্ধানী সাংবাদিকতার জনক তিনি। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী এবং আলবদর বাহিনী তাঁকে অপহরণের আগপর্যন্ত তিনি তাঁর ক্ষুরধার লেখনী চালিয়ে গেছেন।
জাহান্নামের আগুনে বসিয়া
সেলিম রেজা নূর , জাহীদ রেজা নূর , তৌহীদ রেজা নূর