‘যুদ্ধদিনের গেরিলা’ একাত্তরের এক কিশোর গেরিলার যুদ্ধ কাহিনী । আমাদের সশস্ত্র সংগ্রামকালে সীমান্ত অঞ্চল থেকে বহু অভ্যন্তরে তৃণমূল পর্যায়ে মুক্তিযুদ্ধ কিভাবে সংগঠিত হয়ে বিস্তার লাভ করেছিল গ্রন্থটি তার প্রামাণ্য দলিল । এই দলিল সাক্ষ্য দেয় বাঙালির অকুতোভয় সন্তানেরা জননী বাংলাভূমির মর্যাদা রক্ষায় কিভাবে রক্ত আর মৃত্যুতে অভিষিক্ত হয়ে অসম লড়াই চালিয়েছিল আধা – উপনিবেশিক শাসক পাকিস্তানের নিয়মিত সেনাবাহিনী এবং পূর্ব বাংলায় তাদের ঘনিষ্ট সহযোগী রাজাকার – আলবদরদের বিরুদ্ধে । গেরিলাদের রাজনৈতিক শুরু এবং তাদের ভসমান ক্যাম্প ‘পলাশডাঙ্গা যুব শিবির’ –এর মিলিটারিলিডার ছিলেন তরুণ ছাত্র ও শ্রমিক নেতা স্বাধীনতাত্তোর সময়ে সিরাজগঞ্জ থেকে দু’বার নিবাচিত সংসদ সদস্য জনাব আবদুল লতিফ মির্জা । মুক্তিযুদ্ধের এই সংগঠক ও সেনানায়ক ২০০৭ সালের নভেম্বরে ঊনষাট বছর বয়সে লোকান্তরিত হন । এই যুদ্ধগাথা আমাদের মুক্তি সংগ্রামের অমলীন প্রমাণক । আজ থেকে পনের বছর আগে তা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল দৈনিক ভোরের কাগজে ।
যুদ্ধদিনের গেরিলা
ইকতিয়ার চৌধুরী