বাঙালির হাজার বছরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একাত্তরের মুক্তিযুদ্ধ এক অবিস্মরণীয় ঘটনা । বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রতিবেশি ভারতে সার্বিক সহযেোগিতার কথা এদেশের মানুষ মনে রাখবে চিরকাল । মুক্তিযুদ্ধের সেই উন্মাতাল দিনগুলোতে ভারতের রাষ্ট্রীয় সহযোগিতার পাশাপাশি সে দেশের, বিশেষ করে কলকাতার নানা শ্রেণীর অধিবাসী যে উদার সহযোগিতা ও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নৈতিক সমর্থন প্রদান করেছেন তা সত্যিই এদেশের মানুষের বড়ো পাওয়া । আমাদের স্বাধীনতা যুদ্ধে কলকাতার বুদ্ধিজীবী শ্রেণীর একটি বিশেষ ও স্বীকার্য ভূমিকা ছিল । এই শ্রেণীর একটি মাধ্যমে যুদ্ধের পক্ষে সমর্থন আদায় ছাড়াও যুদ্ধকালিন নানা প্রয়োজনে তাঁদের সহযোগিতার হাত ছিল সর্বদাই প্রসারিত । সেই বুদ্ধিজীবীগণ দীর্ঘ দিন পরে হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করেছেন অকপটে, নিজস্ব ভঙ্গিমায় নৈর্ব্যক্তিক প্রেক্ষাপটে । সাক্ষাৎকার ভিত্তিক লেখা এ –গ্রন্থে কলকাতার বুদ্ধিজীবীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিকে কতটুকু হৃদয়ে ধারণ করে রাখতে পেরেছেন তারই খোঁজ নেওয়া হয়েছে । ভিন্ন প্রেক্ষাপট থেকে এবং ভিন্ন দৃষ্টির আলোকে রচিত এ-গ্রন্থেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত গ্রন্থগুলোর মধ্যে একটি নতুন সংযোজন ।
কলকাতার বুদ্ধিজীবীদের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ
অমর সাহা