১৭ ডিসেম্বর, ১৯৯০ তারিখে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে। এই দিন মহিলা মুক্তিযোদ্ধারা সমবেত হয়েছিলেন এক অপূর্ব সমাবেশে। যাঁরা বন্দুক হাতে যুদ্ধ করেছেন, আহতদের সেবার জন্য যুদ্ধক্ষেত্রের হাসপাতালে যাঁরা নিয়োজিত ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা, যাঁরা মুক্তিযোদ্ধাদের রান্না করে খাইয়েছেন, যাঁরা বিদেশে থেকেও দেশের জন্য কাজ করেছেন, যাঁরা নিজের সন্তানকে, স্বামীকে যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন- সেসব মহিলা মুক্তিযোদ্ধা সমবেত হয়েছিলেন তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করে শোনাতে। মুক্তিযোদ্ধা বলতে যে কেবল বন্দুক হাতে একজন পুরুষ মুক্তিযোদ্ধাকেই বোঝায় না, এ কথাটি সেদিন দৃঢ়তার সাথে প্রতিষ্ঠা করেছেন মহিলা মুক্তিযোদ্ধারা সশরীরে উপস্থিত হয়ে। নারীগ্রন্থ প্রবর্তনা আয়োজিত এই অনন্য সমাবেশের ওপর ভিত্তি করে এবং এ পর্যন্ত সন্ধান পাওয়া মহিলা মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতার ওপর রচিত তথ্যের ভিত্তি করে এ গ্রন্থ আমরা প্রথম প্রকাশ করেছিলাম ১৯৯১ সালে। দ্বিতীয় সংস্করণে যুক্ত হয়েছে দ্বিতীয় মহিলা মুক্তিযোদ্ধা সমাবেশের তথ্য। এ গ্রন্থটি গবেষক ও সাধারণ পাঠকদের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে। এবার তৃতীয় সংস্করণ প্রকাশ করছি। এবার বীর-প্রতীক তারামন ও অন্য মুক্তিযোদ্ধাদের কথা সংযোজন করা হয়েছে। বাংলাদেশের সঠিক ইতিহাস প্রণয়ের জন্য এ গ্রন্থটি সবারই পড়া দরকার। সবাই এ গ্রন্থ পড়ুন এবং আমাদের আরও মুক্তিযোদ্ধার সন্ধান দিন।
মহিলা মুক্তিযোদ্ধা
ফরিদা আখতার