top of page

কী করে লিখি কবিতা—

জানা তো নেই সাহিত্যের সাতকাহন

আদ্যোপান্ত সবকথা—

ছন্দ-তাল-লয় কতটুকু হয়?

রয়ে যায় সে সংশয়!

তবুও লিখে যাই মন যখন যা কয়

সৃষ্টিকর্তাই একমাত্র সহায়।

ভাব সে করুণাময়ের সৃষ্টি

হৃদয়ে যদি ঝরে ভাবের বৃষ্টি

জগৎ-সংসারের সব দিকেই

নিবদ্ধ থাকে অনবদ্য দৃষ্টি।

কবিতা ডানা মেলে স্বতঃস্ফূর্তভাবে

কখনো শান্ত, কখনো উত্তাল গতিতে

কে রুখে তার তেজ!

সে তো সদা সতেজ।

কখনো তার ভয়াল হুংকার!

কখনো স্নিগ্দ্ধ সতেজ বেশ,

সবই সমাজ সংসার।

আলোড়িত করে বেশ।

মুজিব-জন্মশতবর্ষ আমরা জেগে আছি

250.00৳ Regular Price
187.50৳Sale Price
  • আনোয়ারা খানম

bottom of page