মুহম্মদ নূরুল হুদার মুজিবকেন্দ্রিক কবিতামালা মুজিবমঞ্জুষা। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি মুহম্মদ নূরুল হুদার কবিতার কেন্দ্রধ্রুবা।
কবিজীবনের উষাকালেই মুজিব হয়ে ওঠে তাঁর অনিবার্যতম প্রসঙ্গ। পনেরো আগস্ট ট্র্যাজেডি অনেকের কবিতায় এসেছে নানাভাবে, কিন্তু যিসাস মুজিব-এর অভিধায় তাঁকে কবিতায় রক্তিম বিভূতিমণ্ডিত করেছেন মুহম্মদ নূরুল হুদা।
এই কবিতার প্রতি সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রণম্য কবি শামসুর রাহমান, তাঁর ট্র্যাজিক মহিমার দুর্মর আকর্ষণে প্রবন্ধে। মুজিববাড়ি কাব্যে তিনি একটি গৃহের রূপকে সারা পুণ্যবাংলাকে অবলোকন করেন যার অমোঘ বিস্তার ঘটেছে অনন্ত মুজিবজন্ম, স্বাধীন জাতির স্বাধীন পিতা সহ তাঁর অনেকানেক কবিতায়।
মুজিব যেমন ব্যক্তিনাম মাত্র নয়, এক বিশাল স্বপ্নের স্বর্ণধ্বনির নাম, তেমনি মুহম্মদ নূরুল হুদার মুজিবমঞ্জুষাও শুধু নিবেদিত পদাবলির সংগ্রহই নয় বরং বলা চলে বাংলা কবিতার এক নতুন দিগ্বলয়ও ধরা রইল এখানে, মুক্তির মহাকবি মুজিব যেখানে কথা বলে ওঠেন কবিতার পরানকুসুমে। ব্যক্তি মুজিবের মঙ্গলসত্তা এখানে গোত্র, জাতি ও মানবজাতির নান্দনিক মঙ্গলময়তার অভেদসুন্দর রূপক।
মুজিবমঞ্জুষা
মুহম্মদ নূরুল হুদা