একটা প্রবাদ আছে- মানুষ বাঁচে তার কাজে, জীবনের দীর্ঘসূত্রতায় নয়। বেঁচে থাকার জন্য মানুষকে কাজ করতে হয়। কাজের ধরন ভিন্নজনের ভিন্নরকম। কাজ করতে গিয়ে মানুষ দেখতে পায় তার পৃথিবীটাকে। ভিন্ন মানুষ েএকই পৃথিবীবে দেখে ভিন্নভাবে। দেখার বিষয়টা নির্ভর করে দৃষ্টিভঙ্গি এবং উপলব্ধির ওপর। এসব বিষয় লক্ষ্য রেখে চারপাশের কিছু বিষয়ের ভেতর গভীরভাবে নিমগ্ন থেকেছেন শেকড়সন্ধানী লেখক। সত্য ও সুন্দরের বিশুদ্ধ নির্যাসে বইয়ের প্রতিটি পৃষ্ঠা বাঙ্ময় করে তোলার নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন। নানা অসংগতি, বৈপরীত্য, সামাজিক অবক্ষয়, ইতিহাস-ঐতিহ্য, সমসাময়িক নানা রঙের নানা কথা অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে তুলে ধরেছেন অনিন্দ্য শব্দ সুষমায়। বইটি কৌতূহলী পাঠকমহলে সমাদৃত হবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।
নানা রঙের নানা কথা
200.00৳ Regular Price
150.00৳Sale Price
হারুন-উজ-জামান