top of page

নির্বাচিত কবিতা সালাউদ্দিন বাদলের কবিসত্ত্বার এক ব্যতিক্রমী পরিচয়। কবিতাগুলোর পংক্তিমালা সাজানো হয়েছে সহজ-সরল শব্দে, যা যেকোনো শ্রেণির পাঠককে নাড়া দেবে। তাঁর অভিব্যক্তি, সংবেদনশীল মানসিকতা অনন্য ব্যঞ্জনায় মূর্ত হয়ে উঠেছে প্রতিটি কবিতায়।

 

দেশ, মানুষ, প্রকৃতি ও নগরজীবন নিয়ে তিনি যেমন সচেতন তেমনি নারীর প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করেছেন অবলীলায়। কোথাও কোথাও স্মৃতি তাঁকে নাড়া দিয়েছে। তাঁর কবিতায় মানুষের অতীত-বর্তমান- ভবিষ্যতের মেলবন্ধন দেখা যায়। ফলে তাঁর কাব্যগ্রন্থ পাঠে কোনো ক্লান্তি আসে না। এক অনির্বচনীয় আনন্দধারায় অবগাহন করেন পাঠক। তাঁর কবিতায় প্রেম ও রাজনীতি উঠে এসেছে সমানভাবে।

 

দুর্বোধ্যতা আধুনিক কবিতাকে পাঠকের কাছ থেকে ক্রমে দূরত্ব সৃষ্টি করেছে। সালাউদ্দিন বাদল কবিতায় সেই দূরত্ব কমানোর চেষ্টা করেছেন। তাঁর কবিতার সাবলিল বিন্যাস, বিষয়বস্তুর অর্থময়তা ও নান্দনিকতা পাঠককে সহজেই আকর্ষণ করে, অনুপ্রাণিত করে, জাগিয়ে তোলে, আবার আনন্দ দেয়। সালাউদ্দিন বাদল-এর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছেযুদ্ধ শেষ হয়নি, মুক্তির রূপালী বাতাস, আমরা জেগে আছি, সালাউদ্দিন বাদলের কবিতাসমগ্র, ভালোবাসার কবিতা। কবিতা, সংস্কৃতি ও রাজনীতিতে বিশেষ অবদানের জন্য উল্লেখযোগ্য পদক/পুরস্কার/ সম্মাননা পেয়েছেন তিনি। কবি গোবিন্দ স্মৃতি পদক, আমরা সূর্যমুখী সম্মাননা পদক, বিশ্ব বাঙালি সম্মাননা পদক, স্বাধীন বাংলা স্মৃতি পুরস্কার, নতুন কুঁড়ি স্মৃতি পদক, কবি নজরুল স্মারক সম্মাননা, বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ পুরস্কার, সাহিত্যে সম্মাননা পদক ২০২৩, দৈনিক মুন্সিগঞ্জের খবর, শেখ রাসেল স্মারক সম্মাননা, সেন্টার ফর ন্যাশনাল কালচার পদক এবং সিলভারডেল প্রিপারেটরী স্কুল পদক সেগুলোর মধ্যে উল্লেযোগ্য। তিনি রাষ্ট্রীয় ও বেসরকারি সংস্থার প্রতিনিধি হিসেবে ফিলিপাইন, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড সফর করেছেন।

নির্বাচিত কবিতা

250.00৳ Regular Price
187.50৳Sale Price
  • সালাউদ্দিন বাদল

bottom of page