top of page

লোককসংস্কৃতি জীবনের নান্দনিক চেতনার ফল। পল্লির নিরক্ষর অথচ প্রজ্ঞাবান জনগোষ্ঠী নিজেদের ভূয়োদর্শন, অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক জীবনের বিচিত্র অনুষঙ্গ থেকে উপাদান নিয়ে বাংলার লোকসংস্কৃতি-ভান্ডার সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনার রয়েছে নিজস্ব সংস্কৃতি-সম্ভার, যা গুণে-মানে এবং বিষয়বৈচিত্র্যে অনন্য। যুগ যুগ ধরে এখানকার সাধারণ মানুষ এগুলোকে আগলে রেখে মহাকালের করাল গ্রাস থেকে রক্ষা করে চলেছে। এ অঞ্চলের লোকসংস্কৃতি এতই সমৃদ্ধ যে তা । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত মুগ্ধ করেছিল। যুবতী ক্যান বা করো মন ভারী/পাবনা থ্যাহা আন্যা দেব ট্যাহা দামের মোটরী।’-নৌকাচালনারত পাবনার সাধারণ মানুষের এ গান তাঁর কানের ভেতর দিয়ে গিয়ে মর্মে প্রবেশ করেছিল। এ গানের মধ্যে তিনি পাবনার পল্লিজীবনের প্রাণস্পন্দন অনুভব করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও মুহম্মদ মনসুরউদ্দীন, ড. মযহারুল ইসলাম, ড. আবদুল খালেক, ড. আবুল হাসান চৌধুরী প্রমুখ গবেষক পাবনা জেলার লোকসংস্কৃতিকে দেশ-বিদেশের সুধীজনের নজরে এনেছেন। ড. এম আবদুল আলীমের ‘পাবনা অঞ্চলের লোকসংস্কৃতি’ গ্রন্থটি ফোকলোর-গবেষণায় অভিনব সংযোজন। এতে লোকসংস্কৃতির বিচিত্র উপাদান সংগ্রহ ও বিশ্লেষণের পাশাপাশি প্রাঞ্জল ভাষায় অন্বেষণ করা হয়েছে তার মর্মার্থ । ইতঃপূর্বে পাবনা অঞ্চলের লোকসংস্কৃতি নিয়ে এমন বিস্তৃত-পরিসর গবেষণা কর্ম হয়নি বললেই চলে। গ্রন্থটি আকারে ছোট হলেও, বিষয়বৈচিত্র্যে অনন্য। বস্তুতপক্ষে, ‘পাবনা অঞ্চলের লোকসংস্কৃতি’ গ্রন্থটি ফোকলোরের অনুরাগী পাঠক এবং নিষ্ঠাবান গবেষকদের অনুসন্ধানী ভাবনার খোরাক জোগাবে।

পাবনা অঞ্চলের লোকসংস্কৃতি

350.00৳ Regular Price
262.50৳Sale Price
  • এম আবদুল আলীম

bottom of page