পৃথিবী নামক এই গ্রহের জন্ম এবং এতে প্রাণীর বিকাশ; আর সেই বিকাশের ক্রমধারায় মানুষের উদ্ভবএসব নিয়ে মানুষের বিস্ময় আর ঔৎসুক্যের সীমা নেই। গত কয়েকশ’ বছরে এ-নিয়ে বিস্তর গবেষণা আর উদ্ঘাটন হয়েছে। জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব, জীববিজ্ঞান, নৃতত্ত্ব, পুরাতত্ত্ব প্রভৃতি ক্ষেত্রে নব নব আবিষ্কার পৃথিবীর সৃষ্টি আর প্রাণী ও মানুষের উদ্ভবের অনেক রহস্যকেই উন্মােচিত করেছে।
এসব নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় রচিত হয়েছে রাশি রাশি গ্রন্থ আর গবেষণাপত্র । বাংলা ভাষায় অবশ্য এ-জাতীয় গ্রন্থ-প্রবন্ধের সংখ্যা তুলনামূলকভাবে স্বল্প । প্রসঙ্গ : প্রাচীন পৃথিবীতে এ-বিষয়ের কিছু তথ্যের সন্নিবেশে আলােচনার সূত্রপাত করা হয়েছে। শুধু গবেষকরা নন, সাধারণ পাঠকও এর লক্ষ্য। নিকটপ্রাচ্য এবং আফ্রিকা- সভ্যতার এ দু'টি পাদপীঠকে কেন্দ্র করে এ গ্রন্থের আলােচনা বিভিন্ন চিত্র এবং সারণির সাহায্যে চুম্বক আকারেও রয়েছে বহু তথ্য ও তত্ত্ব। প্রসঙ্গ : প্রাচীন পৃথিবী পৃথিবীর জন্ম এবং প্রাণী ও মানুষের বিকাশের সঙ্গে সম্পর্কিত কিছু ঔৎসুক্য নিবারণ করবে এবং তার চেয়েও বেশি নতুন ঔৎসুক্যের জাগরণ ঘটাবে।
প্রসঙ্গ: প্রাচীন পৃথিবী
আবু মোহাম্মদ মজহারুল ইসলাম