top of page

ড .মোহাম্মাদ  ফরাসউদ্দিন প্রণীত প্রথম দর্শনে বঙ্গবন্ধু নামক গ্রন্থে ৭৮ টি শিরোনামে বিভিন্ন বিষয়বস্তু  নিয়ে লেখা রয়েছে। লেখাগুলো নিবন্ধ ও জীবন্তিকা (feature) পর্যায়ের বলা চলে। প্রত্যেক লেখার মূলে একটি কীলক খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই কীলককে আবর্তন করে লেখকের চিন্তা-ভাবনা-অভিজ্ঞতা এবং উপলব্ধি গ্রন্থে অন্তর্ভুক্ত সবগুলো লেখার মধ্যেই রয়েছে। এসব নিবন্ধ লেখক বিভিন্ন সময়ে পৃথক পৃথক প্রেক্ষাপটে লিখলেও তার নিজস্ব স্বকীয়তা সব সময় সেগুলিতে অক্ষুণ্ণ রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি লেখকের অবিচল বিশ্বাস ও নিষ্ঠা ধ্রুব নক্ষত্রের মতো দীপ্যমান পরিলক্ষিত হয় তার অধিকাংশ নিবন্ধে। লেখক তার শিক্ষাগত জীবনের পরিমণ্ডলে যেসব বিষয়ে সমৃদ্ধ হয়েছে তার বিশেষ প্রতিফলনও এই গ্রন্থের বহু নিবন্ধ প্রতিফলিত হয়েছে। তাঁর আগ্রহের ক্ষেত্র বিশেষভাবে অর্থনীতি বিষয়ক হলেও রাজনীতি, সংস্কৃতি সমাজনীতি ও মানবতাবোধও তাকে আন্দোলিত করে প্রতিনিয়ত। বাংলাদেশের রাজনীতি তাঁর লেখার প্রধান উপজীব্য হলেও মালদ্বীপ ফিলিপাইন, পৃথিবীর স্বল্পোন্নত দেশের উন্নয়ন সম্বাবনার বিষয় নিয়েও তার লেখা এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া কিছু  স্মৃতিকথামূলক  নিবন্ধ ও এই গ্রন্থে সন্নিবেশিত হওয়ায় লেখকের মানবিকতা, মানবতাবোধ ও সামাজিক  দায়িত্ববোধের  পরিচয় পাওয়া যায়। নিজ জন্মস্থান কিংবা  পৈতৃক এলাকা এবং সেখানকার  জৈনক গুফরালীর মুক্তিযুদ্ধে আত্নত্যাগের কথা স্মরণ করে লেখা নিবন্ধটি লেখকের ঋণ পরিশোধেরই নামান্তর এ কথা পাঠকমাত্রই অনুধাবন করবেন। বাংলাদেশের প্রগতি ও উন্নয়নে সিলেটবাসীর   অবদানের কথা লেখক তার প্রকাশিত লেখা, বক্তৃতা বিকৃতিতে তুলে ধরতে  বিসৃত হননি। এই গ্রন্তে আন্তর্ভুক্ত নিবন্ধ প্রগতির সন্ধানে বাংলাদেশঃ সিলেটবাসীর ভূমিকা উল্লেখ্য। সরকারি দায়িত্ব পালন সূত্রে এবং ঢাকায়  দীর্ঘকাল বসবাস করার কারনে লব্ধ তিক্ত একটি অভিজ্ঞতার  কথা গ্রন্তে সন্নিবেশিত ঢাকায় যানজট সমাধানের উপায় কী – নিবন্ধে প্রকাশিত হয়েছে। এছাড়া  প্রথম দর্শনে বঙ্গবন্ধু  নামক এই গ্রন্থে লেখকের সঙ্গে গনমাধ্যমের কয়েকজন কর্মীর পাঁচটি সাক্ষাৎকার সন্নিবেশিত হয়েছে। বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা করেই লেখক এসব বাছাই করেছেন। সামগ্রিকভাবে বইটি বঙ্গবন্ধুর ধ্যান- ধারণার প্রতিফলন। তাই গ্রন্থের প্রথম নিবন্ধের নামানুসারে বইটির ও নামকরণ করা হয়েছে প্রথম  দর্শনে বঙ্গবন্ধু । পাঠকের নিকট বইটি আদরনীয় হবে এ বিশ্বাস আমাদের।

প্রথম দর্শনে বঙ্গবন্ধু

800.00৳ Regular Price
600.00৳Sale Price
  • ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

bottom of page