রবীন্দ্রনাথ ঠাকুর যে সকল বইতে তার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করে গেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার চিঠি’ । সোভিয়েত সরকারের আমন্ত্রণে ১৯৩০ সালের সেপ্টেম্বরে তিনি রাশিয়া গিয়েছিলেন। সেখানকার অবস্থা দেখে যে চিঠিপত্র তিনি লিখেছিলেন সেগুলোই তার রাশিয়ার চিঠি নামে পরিচিত। নোবেল পুরস্কার পাওয়ার পর রাশিয়ায় তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন; কেননা নোবেল প্রাপ্তির বছরেই, অর্থাৎ ১৯১৩ সালেই গীতাঞ্জলি’র অনুবাদ রুশপত্রিকায় প্রকাশিত হয়ে গিয়েছিল । রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়ার চিঠিগুলোতে ১৯৩০ সালে অর্থাৎ বিপ্লবের মাত্র তেরো বছর পর। সেখানকার অবস্থা দেখে অভিভূত হয়েছিলেন । সেই সঙ্গে তিনি রাশিয়ার কিছু প্রশংসা ও সমালোচনাও করেছিলেন। চিঠিগুলোতে তিনি রাশিয়া সম্পর্কে তাদের অর্থনৈতিক নির্মাণ, মানবিকতা, সাম্যচিত্ত জাগিয়ে তোলার নানা শিক্ষাগত ও সাংস্কৃতিক কর্মকান্ড সম্পর্কে অনেক কিছু লিখেছেন যা এখনো দারুণভাবে পাঠযোগ্য।
রাশিয়ার চিঠি
রবীন্দ্রনাথ ঠাকুর