এ বইটি কথাসাহিত্যিক আবুল ফজলের বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন তাঁর সাক্ষাৎ ও আলোচনার বর্ণনা। বইটিকে সমৃদ্ধ করেছে আবুল ফজলকে লেখা বঙ্গবন্ধুর দুটি মূল্যবান চিঠি। চিঠিতে মুক্তিযুদ্ধ-পূর্বকালে আবুল ফজলের পাকিস্তানি শাসকদের অন্যায় নীতির বিরুদ্ধে লেখা অনেক প্রবন্ধের মধ্য থেকে ‘শক্ত কেন্দ্র কেন এবং কার জন্য এবং কেন্দ্রীয় রাজধানী বনাম পূর্ব পাকিস্তান’ প্রবন্ধ দুটি বঙ্গবন্ধু একত্রে ছাপিয়ে সারা দেশে বিতরণ করার অনুমতি চেয়ে চিঠি দুটি লিখেছিলেন। ছয় দফার প্রচারণার পাশাপাশি এ প্রবন্ধ দুটি যে বাঙালিকে। পাকিস্তানি শাসকের বৈষম্যমূলক নীতি সম্পর্কে সচেতন করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে—এ বিষয়ে বঙ্গবন্ধু কত সচেতন ছিলেন তা প্রমাণ করে। ডায়েরিভিত্তিক আবার স্মৃতিনির্ভর রচনাটিতে বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে নতুন সরকারের নানা সমস্যার মুখোমুখি হওয়ার চিত্র ধরা পড়েছে। সঙ্গে আছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ভুলভাবে সমালোচিত শেখ কামালের বড় সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য, যা আবুল ফজলকে মুগ্ধ করেছিল। এ ছাড়া এ বইয়ে বঙ্গবন্ধুর পছন্দের, দেশের উত্তাল সময়ের উপযোগী উল্লিখিত দুটি প্রবন্ধের সঙ্গে ‘মৃতের আত্মহত্যা’ ও ‘বিবেকের সংকট’ যুক্ত করা হয়েছে আজকের পাঠকের দেশের ইতিহাসের ফেলে আসা না-জানা সময়কে বুঝতে সহায়তা করার লক্ষ্যে।
শেখ মুজিব তাঁকে যেমন দেখেছি
আবুল ফজল