সমকালে প্রথিযশা একজন বিগদ্ধ চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং সাহিত্যিক আবুল ফজল নিজের নির্বাচিত গল্প সম্পর্কে যা ভাবতেন তা জানা যেতে পারে শুরুতেই; ‘আমার অন্যান্য লেখার মতো এ লেখাগুলোতেও আমাদের সামাজিক বিবর্তনের কিছুটা ছায়াপাত ঘটেছে এবং কোনো কোনো গল্পে তা গল্পের চেয়েও বড় হয়ে উঠেছে। শুধু গল্পের খাতিরে গল্প আমি খুব বেশি লিখিনি। সাহিত্যের যে এক বিশেষ সামাজিক ভূমিকা আছে গোড়া থেকেই এ ধারণা আমার বদ্ধমূল। ব্যক্তি সমাজকে ব্যবহারিক জীবনে, দৈনন্দিক অভ্যন্তর চোখ দিয়ে যেটুকু দেখা, বা জানা তা নেহাত খণ্ডিত ও বিচ্ছিন্ন। সাহিত্য আর শিল্পের আলোয় জানাই হচ্ছে যথার্থ জানা।’ আবুল ফজলের এই বক্তব্যে প্রধানত দুটো জিনিস পরিলক্ষিত হয়: দায়িত্ববোধ ও সাহিত্যপ্রভাব। হ্যাঁ, এ দুটোই তাঁর গল্পসমূহে দীপ্তমান। বচন ভাষাসম্ভার ভাষাপদ্ধতি তথা সাহিত্যভাষা থেকে নিষিক্ত বলে তা আরো দ্যুতিময়।
শ্রেষ্ঠ গল্প
আবুল ফজল