প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু স্মৃতি থাকে। স্মৃতি নিয়ে তারা বেঁচে থাকতে চায়। স্মৃতিগুলো কখনও আনন্দ, আবার কখনও বেদনা বয়ে আনে। মারিয়েটের মতে, ‘মধুর স্মৃতি হচ্ছে বাগানের সুন্দর ফুলের মতো, যা মানুষকে মাঝে মাঝে চমকৃত করে।’ অপরদিকে শঙ্কর বলেছেন, ‘স্মৃতির ভারে জর্জরিত বিষন্ন মন যখন সুযোগ বুঝে অতীতের দিকে দৃষ্টি দিতে শুরু করে তখন পাওয়া এবং না-পাওয়া থেকে হারানোর বেদনা আরও বড় হয়ে ওঠে।
ফেলে আসা দিনগুলোর কিছু মধুর স্মৃতি থাকে, যা মনে করে কখনও আনন্দ, আবার কখনও বেদনা আর সুখস্মৃতি অনুভব হয়। টমাস মুলারের মতে, ‘বেদনা থেকে যে আনন্দের উৎপত্তি হয়, সে আনন্দের তুলনা নেই।’ আনন্দ আর বেদনা যাই হোক না কেন স্মৃতিগুলো জীবনে চিরঅম্লান হয়ে থাকে, যেগুলোর মাঝে খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া সোনালি অতীত। লেখকের জীবনের কিছু স্মৃতিবিজড়িত ঘটনা নিয়ে এই বই।
স্মৃতির আবরণে
ড.মির্জা গোলাম সারোয়ার পিপিএম