একটি নতুন শতাব্দী, এমনকি একটি নতুন সহস্রাব্দের শুরুর বার্তা বয়ে নিয়ে এসেছিল ২০০০ সালের জানুয়ারি। এই সময়কালে যাঁরা জীবিত ছিলেন এই বিশ্বে, তাঁরা নিঃসন্দেহে ভাগ্যবান, কারণ তারা একই সঙ্গে উপভোগ করেছেন একটি নতুন বছরের যাত্রা, একটি নতুন শতাব্দীর যাত্রা, একটি সহস্রাব্দের যাত্রাও। বিগত বছরসমূহের ইতিহাসের সঙ্গে তাই খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছিল বিগত শতাব্দী এবং বিগত সহস্রাব্দের মূল্যায়ন ও পর্যালোচনা। মানবসমাজ, সভ্যতা, বিজ্ঞান এবং সংস্কৃতির বিস্ময়কর পরিবর্তন ও বিকাশ ঘটেছে এ সময়কালে। এই সময়কালে নানারকম ধ্বংস এবং যুদ্ধও সংঘটিত হয়েছে। মানবজাতি এবং বাঙালি সমাজের ইতিহাস ও ঐতিহ্যের এই দীর্ঘ পথপরিক্রমার একটি স্মারকগ্রন্থ তৈরির কাজ ছিল অপেক্ষিত। সংবাদপত্র এই অভাবটি পূরণ করতে সাহায্য করেছে। ২০০০ সালের পয়লা জানুয়ারিকে সামনে রেখে বাংলাদেশ ও পশ্চিমবাংলার সংবাদপত্রসমূহ এবং বিদেশের বিভিন্ন সাময়িকী বিশাল আয়োজন করেছিল ইতিহাসের এই বিশাল কর্মযজ্ঞ পূরণ করতে। কাজটি দুরূহ হলেও অসম্ভব ছিল না শতাব্দী ও সহস্রাব্দের এক স্মারক সংকলন তৈরি করা। প্রধান প্রধান লেখা ও মূল্যায়ন এবং সংকলনগুলো ধরে রাখার এই কাজটি পাঠকের জন্যে করে দিয়েছেন দেশের বিশিষ্ট লেখক ও গবেষক ড. মোহাম্মদ হাননান। তাঁর বিভিন্ন মৌলিক গবেষণার পাশাপাশি এ ধরনের কয়েকটি সম্পাদনার কাজ ইতোমধ্যেই পাঠকের কাছে আগ্রহের সৃষ্টি করেছে।
সহস্রাব্দের বিশ্ব
ড. মোহাম্মদ হাননান