top of page

সৈয়দ সুলতান ‘তাঁর গ্রন্থাবলী ও তাঁর যুগ’ গ্রন্থটি ডক্টর আহমদ শরীফ কর্তৃক ডক্টরেট ডিগ্রির জন্য লিখিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক উক্ত ডিগ্রির জন্য অনুমোদিত থিসিস। সুতরাং গ্রন্থটি যে গবেষণা-গ্রন্থ হিসেবে উন্নতমানের এ কথা বিশ্লেষণ করে বলবার অপেক্ষা রাখে না। ডক্টর শরীফ সারা জীবন মধ্যযুগের মুসলিম সাহিত্যিকদের কবিকর্ম সম্পর্কে অধ্যয়ন ও গবেষণা করেছেন। সর্বজন শ্রদ্ধেয় মুন্সী আবদুল করিম সাহিত্যবিশারদ-এর কাছ থেকে উত্তরাধিকারসূত্রে তিনি পুঁথি সংগ্রহে ও পুঁথি সম্পর্কিত এই গবেষণার প্রেরণা লাভ করেন। তাঁর এই প্রেরণা তাঁকে মধ্যযুগের সাহিত্য সম্পর্কিত গবেষণায় বিশিষ্ট স্থান দান করেছে। ডক্টর শরীফ মধ্যযুগের গবেষণা-কর্মে যতগুলো গ্রন্থ রচনা বা সম্পাদনা করেছেন তার মধ্যে বর্তমান গবেষণা-গ্রন্থটি বিশিষ্টতম বলে দাবি করতে পারেন। এই গ্রন্থে সৈয়দ মূলতানের কবিকৃতির মূল্যায়নের সঙ্গে সঙ্গে সমসাময়িক সমগ্র যুগটিকে তথ্য-প্রমাণাদির মাধ্যমে যুক্তিনিষ্ঠ দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করা হয়েছে। তাঁর এই পর্যালোচনার ও বিচারে একদিকে তাঁর প্রজ্ঞাসম্পন্ন জ্ঞানের ও অন্যদিকে তাঁর একনিষ্ঠ গবেষণার পরিচয় বিধৃত হয়েছে। আশা করি, সুধী সমাজে এই গ্রন্থ যথাযথ স্বীকৃতি লাভ করবে এবং ছাত্র-ছাত্রী এই গ্রন্থ থেকে বহুল পরিমাণে উপকৃত হব। বাংলা একাডেমি থেকে এমন একটি গ্রন্থ প্রকাশ করতে সমর্থ হয়ে আমরা গৌরববোধ করছি।

মযহারুল ইসলাম

ডক্টর শরীফ সারা জীবন মধ্যযুগের মুসলিম সাহিত্যিকদের কবিকর্ম সম্পর্কে অধ্যয়ন ও গবেষণা করেছেন। সর্বজন শ্রদ্ধেয় মুন্সী আবদুল করিম সাহিত্যবিশারদ-এর কাছ থেকে উত্তরাধিকারসূত্রে তিনি পুঁথি সংগ্রহে ও পুঁথি সম্পর্কিত এই গবেষণার প্রেরণা লাভ করেন। তাঁর এই প্রেরণা তাঁকে মধ্যযুগের সাহিত্য সম্পর্কিত গবেষণায় বিশিষ্ট স্থান দান করেছে।

মযহারুল ইসলাম

সৈয়দ সুলতান তাঁর গ্রন্থাবলী ও তাঁর যুগ

300.00৳ Regular Price
225.00৳Sale Price
  • আহমদ শরীফ

bottom of page