১৯৪৭ সালের দেশবিভাগের সময় থেকে গড়ে ওঠা ঢাকা – কেন্দ্রিক বাংলা সাহিত্য মূলত বাংলাদেশের সাহিত্য । কালের দিক থেকে বাংলাদেশের সাহিত্য চল্লিশের শেষার্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত । বিশ শতকের শেষার্ধ বাংলাদেশের সাহিত্যের প্রথম কয়েক দশক , যদিও এর পটভূমিকায় রয়েছে হাজার বছরের বাংলা সাহিত্যের ঐতিহ্য । বাংলাদেশের সাহিত্যের পটভূমিকায় যে দেশ – কাল রয়েছে তাতে পাওয়া যায় চল্লিশ দশকে দ্বিতীয় মহাযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশ বিভাগ , উদ্বাস্তু, নতুন রাষ্ট্রগঠন এবং ভাষা আন্দোলনের সূত্রপাত । পঞ্চাশ দশকে ভাষা ও গণতান্ত্রিক আন্দোলন এবং নির্বাচন, সামরিক শাসনের উদ্ভব । ষাটের দশকে স্বৈরাচার বিরোধী সংগ্রাম , স্বাধিকার আন্দোলন, গণ – অভ্যুত্থান , মহাপ্রলয় , নির্বাচন । সত্তর দশকের সবচেয়ে বড় ঘটনা মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের উদ্ভব । আশির দশকের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্দোলন । মূলত ১৯৪৭ থেকে ১৯৯০ পর্যন্ত আমাদের কেটেছে ঐসব তীব্র রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ঘটনাবলির টানাপোড়নে । বাংলাদেশের সাহিত্য বহুলাংশে নিয়ন্ত্রিত হয়েছে ঐসব ঘটনা ও সংঘাতের দ্বারা । বাংলাদেশের সাহিত্য বিশেষভাবে দেশ – কাল নিয়ন্ত্রিত । বাংলাদেশ ভূখণ্ডের মানুষ গত তিন – চার দশক ধরে স্বাভাবিক ও সম্মানজনক জীবনের জন্যে যে সংগ্রাম করে আসছে বাংলাদেশের সাহিত্যে তারই প্রতিফলন পড়েছে । বইটিতে এইসব বিষয় নানা উদাহরণসহ হাজির হয়েছে ।
বাংলাদেশের সাহিত্যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
রফিকুল ইসলাম