রিভিউ করেছেন নাজমুল হাসান
মানুষের ইতিহাস, নামটা শুনলেই বুকের ভেতর কেমন জানি একটা অদ্ভূত অনুভূতি কাজ করে। আমরা নিজেদেরকে যতই দল, মত, জাতিতে ভাগ করি না কেন দিন শেষে আমরা সবাই মানুষ। সে হিসেবে নিজেদের ইতিহাসের প্রতি একটা টান থাকাই স্বাভাবিক।
মানুষের ইতিহাস সিরিজটি চারটি বই নিয়ে গঠিত। বইগুলো হলোঃ
• মানুষের ইতিহাস ( প্রাচীন যুগ )
• মানুষের ইতিহাস ( মধ্যযুগ )
• মানুষের ইতিহাস ( আধুনিক ইউরোপ )
• মানুষের ইতিহাস ( আধুনিক যুগ )
বইগুলো নূরুন নাহার বেগম ও আবদুল হালিম যৌথভাবে লিখেছেন।প্রাচীন যুগ নিয়ে লেখা বইটিতে আফ্রিকায় মানুষের উৎপত্তি, বিকাশ ও আফ্রিকা থেকে বেড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার গল্প তুলে ধরা হয়েছে। এই বইয়ে বিভিন্ন প্রাচীন সভ্যতার কথা বলা হয়েছে। গ্রীক ও রোমান সমাজব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা এখানে রয়েছে। মূলত রোমান সাম্রাজ্যের পতনের কথা বলে লেখকদ্বয় প্রাচীন যুগের গল্প শেষ করেছেন। একই সাথে আফ্রিকার দক্ষিণে, আস্টেলিয়ায় এবং উত্তর-দক্ষিণ আমেরিকায় কেন সভ্যতার বিকাশ ঘটেনি তা নিয়ে সামান্য আলোচনা করা হয়েছে।
মধ্যযুগ বইটিতে মূলত মধ্যযুগের ইউরোপের সামন্ত সমাজব্যবস্থার গল্প তুলে ধরেছেন। কীভাবে রোমানদের কেন্দ্রীয় শাসনব্যবস্থা ভেঙ্গে পড়ে সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ম্যানর ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে উঠেছে এবং পোপতন্ত্র ও চার্চ সারা ইউরোপে কীভাবে ক্ষমতার বিস্তার ঘটিয়েছে তা বর্ণনা করা হয়েছে। এ ছাড়া ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ক্রুসেডের অভিযানগুলোর কথা বইটিতে বলা হয়েছে। বইটিতে বাইজেন্টাইন, ভারত, চীন, উত্তর ও দক্ষিণ আমেরিকার সমাজব্যবস্থার কথা বলা হয়েছে। তুর্কিদের হাতে কনস্টান্টিনোপলের পতনের বর্ণনা দিয়ে মধ্যযুগের ইতিহাস শেষ করা হয়েছে।
আধুনিক ইউরোপ গ্রন্থটিতে ইউরোপের মানুষ কীভাবে মধ্যযুগের অন্ধকার কাটিয়ে নিজেদেরকে আধুনিক যুগের জন্য প্রস্তুত করেছে তার গল্প বলা হয়েছে। সামন্ততন্ত্র ও পোপতন্ত্রের বাধা কাটিয়ে ক্ষমতার চাবিকাঠি কীভাবে বণিকশ্রেনীর হস্তগত হয়েছে, সেসব বইটিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ইউরোপীয়দের সমুদ্র জয়, খ্রিস্টান ধর্মে সংস্কার, পুঁজিবাদের প্রথমিক পর্যায়ের কথা বলা হয়েছে।
আধুনিক যুগ বইটি শুরু হয়েছে ফরাসি বিপ্লবের ইতিহাস বর্ণনা করার মাধ্যমে। ইউরোপের বিভিন্ন স্থানে কীভাবে জাতিরাষ্ট্রের উদ্ভব হলো, তার গল্প বইটিতে করা হয়েছে। পুঁজিবাদের বিকাশ, শিল্পায়ন, উপনিবেশ দখল নিয়ে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ ইত্যাদির কথা এখানে আলোচনা করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে ওসমানীয় সাম্রাজ্যের পতনের কথা বলে বইটি শেষ হয়েছে।
সংগ্রহীত : https://boi-vandar.quora.com/
মানুষের ইতিহাস-৪টি বইয়ের সেট
আবদুল হালিম, নূরুন নাহার বেগম
হার্ডকভার