top of page

প্রকৃতি, সমাজ, সংস্কৃতি

প্রাণ ও প্রকৃতি

গত তিন দশক ফরহাদ মজহার নিরলসভাবে নয়াকৃষি আন্দোলনে নিয়োজিত। আত্মঘাতী প্রকৃতি বিনাশী কর্মকাণ্ড থেকে বের হয়ে এসে প্রাণ ও প্রকৃতির লালন এবং পরিচর্যার প্রায়োগিক জমিন তৈরিতে, মানুষ ও প্রকৃতির অনিবার্য সম্পর্কের নতুন দিগন্ত মেলে ধরে আগামী দুনিয়া গড়ার ইশারাগুলোকে চিহ্নিত করার কাজে।  এই লেখাগুলো সেই অভিপ্রায় ও দায় থেকে রচিত।

প্রাণ ও প্রকৃতি.jpg
bottom of page