top of page
সাক্ষাৎকার/ জবানবন্দি
কথা যত
![shibu_kumar_shil.jpg](https://static.wixstatic.com/media/a655f3_04b4fab90fa1414d81b42c6cb0ea40b6~mv2.jpg/v1/crop/x_0,y_11,w_724,h_707/fill/w_207,h_202,al_c,q_80,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/shibu_kumar_shil.jpg)
কথা যত মলত আলাপ-আলোচনা সংকলন ।একজন বলেছে আরেকজন শুনেছে। কখনও বলেছেও। এই দ্বিপক্ষীয় সংলাপে দুই পক্ষেরই কিছু গোপন ও প্রকাশ্য বোঝাপড়া সামনে এসেছে। সংলাপের মধ্য দিয়ে জ্ঞান-বিজ্ঞান বা সত্যের অনুসন্ধানী অনেক পুরোনো রীতি -মহাত্মা সক্রেটিস থেকে হালের স্লাভো, জিজেক পর্যন্ত। তবে সত্যের অনুসন্ধান এসব আলাপের উদ্দেশ্য ছিল না, ভাবের আদান-প্রদান, রসের সওদাই ছিল মুখ্য।
![কথা যত.jpg](https://static.wixstatic.com/media/a655f3_9cab6e2241404a6ebcce09b01857faf4~mv2.jpg/v1/crop/x_0,y_40,w_479,h_672/fill/w_328,h_460,al_c,q_80,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE%20%E0%A6%AF%E0%A6%A4.jpg)
bottom of page